Frequently Asked Questions (FAQs)
কিভাবে কোর্সে ভর্তি হবো ?
প্রথমে আপনার পছন্দের কোর্সটি নির্ধারণ করুন । নির্ধারিত কোর্সটি সম্পর্কে জানতে “বিস্তারিত দেখুন” বাটনে ক্লিক করুন । কোর্সের বিষয়বস্তু , সিলেবাস ও শিডিউল দেখতে পাবেন । নিচের “ভর্তি হউন ” বাটনে ক্লিক করুন। আপনার নাম , মোবাইল , ইমেইল আইডি দিন। পছন্দের পেমেন্ট মাধ্যম (নগদ, বিকাশ, রকেট) এর মাধ্যমে কোর্সের ফি সেন্ড মানি করুন । প্রাপ্ত ট্রানজেকশন নং দিয়ে ফর্মটি সাবমিট করুন। আপনার পেমেন্ট টি ভেরিফাই হলে আপনাকে SMS -র মাধ্যমে আইডি অ্যাক্টিভেশন তথ্য জানানো হবে ।
কোর্স কিভাবে শুরু করবো ?
পেমেন্ট ভেরিফাই পর নির্ধারিত সময়ে অনলাইভ লাইভ ক্লাসের লিঙ্ক মেসেজে বা ওয়েবসাইটে লগ-ইন করে পাবেন ।
পাসওয়ার্ড ভুলে গেছি / লগ-ইন করতে পারছিনা ?
পাসওয়ার্ড ভুলে গেলে, লগ-ইন করার সময় নিচে পাসওয়ার্ড ভুলে গিয়েছি অপশনটিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার করা ইমেইল আইডি লিখুন। ই-মেইলে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক যাবে । লিঙ্কে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করুন।
ই-মেইলে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক আসছেনা ?
অনুগ্রহ করে আপনার ই-মেইলের ইনবক্স অথবা Spam ফোল্ডারে চেক করুন।